ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর: নাছিম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:২১ এএম

আদালতে দোষী হলেও জনতার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বীর: নাছিম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও, জনগণের আদালতে তারা বীর- এমন দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক ই-মেইলে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ৫ আগস্টের পর এটি ছিল আওয়ামী লীগের প্রথম ই-মেইল, তবে এতে কোনো সই ছিল না।

বিবৃতিতে নাছিম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের নিয়ন্ত্রিত আদালতে এসব নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর। তাদের প্রদর্শিত শক্তি ও সাহস ভবিষ্যতের বাংলাদেশ গঠনে সহায়ক হবে। আওয়ামী লীগ এই নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রাম চিরকাল স্মরণ রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণতান্ত্রিক চেতনার মানুষের উপর এসব অত্যাচার-নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির মুক্তি দাবি করছি।’

আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ইউনূস সরকার একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অত্যাচার ও দমন-পীড়ন চালানো হচ্ছে। বেআইনিভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির নেতৃবৃন্দ, ১৪ দলের নেতারা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।’

আরবি/এফআই

Link copied!