ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বেবিচকে বাজেট মডিউল প্রি-লঞ্চিং কনসালটেশন শীর্ষক কর্মশালা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৯:৩৫ পিএম

বেবিচকে বাজেট মডিউল প্রি-লঞ্চিং কনসালটেশন শীর্ষক কর্মশালা

ছবি: রূপালী বাংলাদেশ

২১ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল কর্তৃক আয়োজিত বাজেট মডিউল প্রি-লঞ্চিং কনসালটেশন  শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বেবিচক সদস্য (অর্থ), (অতিরিক্ত সচিব) এস এম লাবলুর রহমান, অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের অতিরিক্ত সচিব হোমায়রা বেগম ও অতিরিক্ত মহাপরিচালক-১ (যুগ্ম সচিব) মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাসরিন সুলতানা।

কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। উভয় সেশনেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সময়োপযোগী এমন কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, বাজেট অটোমেশনের ওপর এই কর্মশালা আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে, যা সম্মিলিত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বেবিচক এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

 

আরবি/জেডআর

Link copied!