ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

স্কুলে ভর্তিতে ফের লটারি

মো. আফজাল হোসেন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৪:০৪ পিএম

স্কুলে ভর্তিতে ফের লটারি

ছবি: রূপালী বাংলাদেশ

২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারির কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় ২০২৫ শিক্ষাবর্ষেও সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

২৬ আগস্ট (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খ ম কবিরুল ইসলাম।

তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, আগের মতোই এবারও লটারিতে ভর্তি হবে। করোনাভাইরাস মহামারী ‍‍‍‍`২০২১ সাল থেকে যেভাবে ভর্তি হচ্ছে এবারও সেভাবেই হবে। ভর্তির বিস্তারিত নীতিমালা সামনে প্রকাশ করা হবে।

পূর্বে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

২০২৪ শিক্ষাবর্ষে স্কুলগুলোতে প্রথম শ্রেনি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ৯টি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন ছিল ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি।

আরবি/জেডআর

Link copied!