ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বিএএফ শাহীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৭:১৫ পিএম

বিএএফ শাহীন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বিএএফ শাহীন কলেজ ঢাকার ৫২তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম।  

অনুষ্ঠানে কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শাহীনদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্যগাঁথা। উক্ত নৃত্যগাঁথায় ২৪শের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অত্র কলেজের একাদশ শ্রেণীর নিহত ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদের পিতা-মাতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক ও সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজ অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

আরবি/এস

Link copied!