আজ ১৬ই ডিসেম্বর। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিনটাকে উদযাপন করতে প্রতি বছরই ভারতের কলকাতায় যান মুক্তিযোদ্ধাদের একটি দল। তবে বর্তমান অবস্থায় এবার কলকাতায় বিজয় উৎসবে মুক্তিযোদ্ধারা যাবেন কিনা তা নিয়ে একটা সংশয় ছিল।
কিন্তু রোববার (১৫ ডিসেম্বর) কলকাতায় পৌঁছে গিয়েছেন ৯ সদস্যের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে আছেন পরিবার এবং অন্যান্য সদস্যরা। ভারতের ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয়।
অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পি পি সিংয়ের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল বাংলাদেশে এসেছে। তারা মহান বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ নিয়েছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :