ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

আরাকান আর্মির হাতে আটক ২০ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৮:৪০ পিএম

আরাকান আর্মির হাতে আটক ২০ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশী নাগরিককে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, এদিন দুপুরের দিকে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত ২০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। এর আগে গত ৫ নভেম্বর বিকাল ৪টার দিকে এই জেলেরা টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা থেকে ১৫টি হাতে চালিত এবং ২টি ইঞ্জিনচালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।

ফেরত বাংলাদেশী নাগরিকগণ হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত মোঃ ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মোঃ বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মোঃ হাশিম (৩৫), মোঃ আলমের ছেলে মোঃ হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মোঃ ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মোঃ ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

পরবর্তীতে ফেরত বাংলাদেশী নাগরিককে নিকটতম আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছে বিজিবি।

আরবি/এস

Link copied!