ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

শাহবাগ মোড়ে ‘হিন্দু জাগরণ মঞ্চ’র অবরোধ, যান চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৫:৩৫ পিএম

শাহবাগ মোড়ে ‘হিন্দু জাগরণ মঞ্চ’র অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঢাকা: ধর্মীয় উপাসনালয়, ঘর-বাড়িতে হামলার অভিযোগ এনে তা বন্ধ ও নিরাপত্তা দেয়াসহ ৮ দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এতে প্রায় বন্ধ হয়ে গেছে সড়কটির যান চলাচল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত মাসেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে এই সংগঠনটি। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া ও পুনর্বাসনের দাবি জানান।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, মন্ত্রণালয় গঠন, দুর্গাপূজার ছুটি পাঁচদিন করা।

আরবি/এফআই

Link copied!