টেলিকম নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং লাইসেন্সিং প্রক্রিয়া বিষয়ক নীতিমালা সংস্কারে রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী মার্চের মধ্যে এই রোডম্যাপ সরকারে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে কমিশন।
টেলিকম শিল্পকে সুস্থ, সাশ্রয়ী, আধুনিক সেবা হিসেবে গড়ে তুলতে পরিষ্কার ও টেকসই নীতিমালা এবং সহজ লাইসেন্সিং ব্যবস্থা তৈরি করার কথাও জানিয়েছে বিটিআরসি। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এসব কথা জানান বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
সংবাদ সম্মেলনের শুরুতে সংস্কারে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর সাংবাদিকদের ব্রিফিংকালে বিটিআরসি চেয়ারম্যান বলেন, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পুনর্বিন্যাস কমিটি গঠন করেছি। বিটিআরসি, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার অংশীজন এতে আছেন। দেশীয় বিশেষজ্ঞরা কী বলেন তাদের বক্তব্য শুনেছি। কমিটির লক্ষ্য দেশের টেলিকম শিল্পকে সুস্থ, সাশ্রয়ী, আধুনিক সেবা হিসেবে গড়ে তোলা। লাইসেন্সিং ব্যবস্থাকে পুনর্গঠন করা, প্রয়োজনীয় সংস্কার করতে রোডম্যাপ তৈরি করা। উন্নয়ন সহযোগী করে এই খাতকে গড়ে তুলতে হবে। এই শিল্পে তিনটি মূল অংশ হচ্ছে গ্রাহক, ব্যবসা এবং সরকার। গ্রাহকদেরকেই টেলিকম সেবা দিতে হবে। আর এটা দেওয়া যাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে টেকসই রাখার মাধ্যমেই। আর পুরো ব্যবস্থা কার্যকর রাখতে হলে প্রয়োজন সরকার এবং সরকারের প্রয়োজন রাজস্ব।
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই যেখানে প্রযুক্তিকে সহজে গ্রহণ করা যায়। তবে আমাদের পরিষ্কার এবং টেকসই নীতিমালার অভাব রয়েছে। যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আস্থা পান না। নেটওয়ার্ক তৈরি করা হবে সহজ। এখন নেটওয়ার্ক টুকরো টুকরো হয়ে আছে। অনেক স্তর আছে যারা মধ্যসত্বভোগী হয়ে আছে। সেবা সাশ্রয়ের পরিবর্তে খরচ বাড়াচ্ছে।
এখন একেক কাজে একেক ধরনের লাইসেন্স আছে। কারও কারও নেটওয়ার্কের সকল লাইসেন্স আছে, যা বাজারে প্রতিযোগিতা নষ্ট করে। কোথাও লাইসেন্স গ্রহীতার সংখ্যা সীমাবদ্ধ, আবার কোথাও কোন সীমা নেই। এসব বিষয় আমরা দেখবো।
টেলিকমিউনিকেশন সেবা শিল্পকে ডিজিটাল সেবা শিল্প খাতে পরিণত করতে হবে। সকাল সন্ধ্যা পাল্টাতে হবে না, এমন টেকসই নীতিমালা করতে চাই। আগামী মার্চের মধ্যে রোডম্যাপ তৈরি করে সরকারকে দিতে পারবো বলে আশা রাখছি।।
টেলিকম সেবার ওপর করের বোঝা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ট্যাক্স-ভ্যাট সরকার দেখবে। টেলিকম সেবাকে আবার এতটাই সস্তা করা যাবে না যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকতে না পারে। টেকসই দামের নিচে ইন্টারনেটের মূল্য কমানো যায় না।
সংবাদ সম্মেলনে বিটিআরসি বিভিন্ন বিভাগের কমিশনার, বিভিন্ন উইং এর মহাপরিচালক, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :