ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়ে আগুন পরিকল্পিত

পুড়ে গেল আ.লীগ সরকারের সাবেক যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রীর দপ্তর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৭:১৯ পিএম

পুড়ে গেল আ.লীগ সরকারের সাবেক যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রীর দপ্তর

ছবি: রূপালী বাংলাদেশ

বুধবার গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। প্রায় ৭ ঘণ্টা চেষ্টার ফলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিভে আসে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় থেকে নয়তলা পর্যন্ত পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, সচিবালয়ের লাগা আগুন শর্টসার্কিটে নয়, বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম। আজ সকালে সচিবালয়ের ভেতরে পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে।

সাত নম্বর ভবনের ছয় থেকে নয়তলা পর্যন্ত সাবেক যেসব মন্ত্রীর দপ্তর রয়েছে-

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সচিবালয়ের সাত নম্বর ভবনের আটতলা ও নয়তলায় আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা আওয়ামী সরকারের আমলে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অধীন ছিল। সরকার পতনের কয়েক দিন আগে থেকে কোনো খোঁজ নেই সাবেক প্রভাবশালী এই মন্ত্রীর। গুঞ্জন রয়েছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ওবায়দুল কাদের।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

আটতলায়ই রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পতিত সরকারের আমলে এটির মন্ত্রীর ছিলেন জুনাইদ আহমেদ পলক। তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ৫ আগস্টের কয়েক দিন পর তিনি ধরা পড়ে এখন কারাগারে রয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও ছিল- সাততলাজুড়ে ও আটতলার কিছু অংশে। আওয়ামী সরকারের আমলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাজুল ইসলাম। সরকার পতনের পর তারও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

অর্থ মন্ত্রণালয়

সচিবালয়ের আটতলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী। ৫ আগস্টের পর তারও হদিস নেই।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ছয়তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটি সামলাতেন নাজমুল হাসান পাপন। কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা যায়নি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

পাঁচতলা ও ছয়তলায় আরো আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, অনেকের মতো সরকার পতনের পর তিনিও পলাতক।

ভবনের পাঁচতলায় পুড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। চারতলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে।

সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।

এদিকে, বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।

আরবি/এইচএম

Link copied!