ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
বিআইডব্লিউটিএ

বন্যাকবলিত এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০২:৫৮ পিএম

বন্যাকবলিত এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ অন্যান্য অঞ্চলের জনগণের সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিআইডব্লিউটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত এলাকায় একটি উদ্ধারকারী দল সরঞ্জামসহ ১০টি স্পিডবোট পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, যে কোনো প্রয়োজনে বিআইডব্লিউটিএর প্রধান দপ্তরের কন্ট্রোল রুম (ফোন নম্বর ০২২২৩৩৫৮৫৬৬) অথবা হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, মোবাইল টাওয়ার সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মোবাইল অপারেটর এবং টাওয়ার শেয়ারিং কোম্পানিদের বিটিআরসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপারেটরদের সঙ্গে বিটিআরসি থেকে ভার্চুয়ালি সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে।

টেলিকম অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রেখে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ (ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ইত্যাদি) এর ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের চারটি মোবাইল অপারেটর এর সহায়তায় বন্যাকবলিত এলাকার মোবাইল ব্যবহারকারীদের জন্য ৫০০ মেগাবাইট ডাটা ফ্রি করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!