ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আজ পদত্যাগ করতে পারে প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৯:০৬ এএম

আজ পদত্যাগ করতে পারে প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা: অবশেষে গুঞ্জনের সমাপ্তি টেনে আজ পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনাররা পদত্যাগ করতে পারেন।

ইসি সূত্র আরও জানায়, কোনো কিছুর ব্যত্যয় না ঘটলে আজই কমিশনের পদত্যাগের ঘোষণা আসবে। পদত্যাগের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা। গতকাল বুধবার সিইসিসহ চার কমিশনার নির্বাচন কমিশনে অফিস করেছেন। সেখানে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন তারা। ওই বৈঠক থেকেই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশন।

এর আগে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আজ বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন তিনি। এদিন দুপুরে নির্বাচন ভবনে নিজের দফতরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নো কমেন্টস। আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করব, তখন বিস্তারিত জানাব। ’রাষ্ট্রপতির সঙ্গে কখন দেখা হবে—এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কালই (আজ) দেখা হবে। আপনাদের সবকিছুই জানাব কাল (আজ)।’

আরবি/জেআই

Link copied!