ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নাগরিক কমিটির নির্বাহী কমিটি ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১০:২৯ এএম

নাগরিক কমিটির নির্বাহী কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে যারা রয়েছেন-


জাতীয় নাগরিক কমিটি থেকে জানানো হয়েছে, এই নির্বাহী কমিটি বিদ্যমান অর্গানোগ্রাম অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের অধীনেই কার্যক্রম পরিচালনা করবে।

আরবি/এফআই

Link copied!