ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ১০:২১ এএম

ঘন কুয়াশায় বন্ধ ফেরি চলাচল

ছবি: সংগৃহীত

একদিকে তীব্র শীত আর অন্যদিকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। যে কারণে স্থবির হয়ে পড়েছে জনবীবন। আর এই ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচলও। এতে করে দুই প্রান্তে আটকে পড়েছে শতাধিক যানবাহন।

জানা গেছে, ঘন কুয়াশায় কারণে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মাঝ নদীতে আটকা পড়ে কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী। পরে ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

এ তথ্য নিশ্চিত করেছেন, বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান। তিনি জানান, মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, গতকাল সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও অত্যন্ত সাবধানতার সঙ্গে গতি কমিয়ে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।

আরবি/এফআই

Link copied!