ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতাকে ঘরে ফিরতে বললেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৫:২২ পিএম

ছাত্র-জনতাকে ঘরে ফিরতে বললেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আহ্বান জানিয়েছেন, আন্দোলনকারী ছাত্র-জনতা যেন ঘরে ফিরে যায় । চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড ও অন্যায় হয়েছে প্রতিটির বিচার হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশবাসীকে আশাহতো না হওয়ার জন্য অনুরোধ করেছেন।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।

তিনি বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!