ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর: ইসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:০৩ পিএম

স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর: ইসি

ছবি: সংগৃহীত

জাতিকে স্বচ্ছ ও নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং সেগুলোর উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশ্বাস প্রদান করেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন দেশের ১৮ কোটি মানুষের আমানত। এই আমানত রক্ষা করা সবার দায়িত্ব। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে স্বচ্ছ মানসিকতার প্রয়োজন। তবে, যদি উদ্দেশ্য সৎ হয়, তবে চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন নয়। জাতিকে স্বচ্ছ ও নির্ভেজাল ভোটার তালিকা উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ অত্যন্ত সতর্কতা ও নির্ভুলতার সাথে করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা।

আরবি/এফআই

Link copied!