১৮ কোটি মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন- বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে ভোটার হালনাগাদ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জানা গেছে, নির্বাচন কমিশন গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। যেখানে নতুন প্রায় ১৮ লাখ ভোটার যুক্ত হয়েছে। আর এতে করে বর্তমানে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জনে।
এছাড়া এ তালিকা থেকে যারা বাদ পড়েছে তাদের যুক্ত করতে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। আর এ উপলক্ষে রোববার ইসিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-০২৫ উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন সিইসি।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনা দূর করতে চায় নির্বাচন কমিশন। কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।’
এসময় কমিশনারেরা ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলে অনুষ্ঠানে মত দেন।
আপনার মতামত লিখুন :