সোমবার, ৩১ মার্চ, ২০২৫
সচিবালয়ে অগ্নিকাণ্ড

আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:৩৮ এএম

আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

এসময় তিনি বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে আজ সোমবার। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন গঠিত তদন্ত কমিটির প্রধান। তদন্তকাজ চলমান রয়েছে। তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে।

আরবি/জেআই

Link copied!