সিপিডি গত ৩০ বছরে স্বাধীনভাবে কাজ করেছে। তাদের প্রতিবন্ধকতা ছিল, তবুও স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কাজ করেছে। সেই সঙ্গে বিগত সরকারে আমলে দেশ গঠনে তারা নিজস্ব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সেন্টার ফর পলিসির ৩০ বছর পূর্তি উপলক্ষে এসব কথা বলেন অন্তর্বতী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে রোববার (১ ডিসেম্বর) বর্ষপূর্তির অনুষ্টানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
সিপিরি একজন ট্রাস্টি সদস্য হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ৩০ বছরের দীর্ঘ যাত্রা। তারা দেশের থিংক ট্যাংক হিসেবেও পরিচিত। সিপিডি সব সময় গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক এবং জবাবাদিহিতামূলক কাজে উৎসাহ দিয়েছে।
`দ্য সিপিডি জার্নি: মেমোরেটিং থার্টি ইয়ারস অফ সিপিডি` শিরোনামের অনুষ্টানে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচনে আমি সারাজীবন ধরে যে চেষ্টা করেছি, তার প্রতিফলন আমি সবসময় সিপিডির কাজে দেখেছি।
আপনার মতামত লিখুন :