ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশিদের খুঁজতে ২৪ বছর আগের সেল ফিরিয়ে আনল দিল্লি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৩:১৩ পিএম

বাংলাদেশিদের খুঁজতে ২৪ বছর আগের সেল ফিরিয়ে আনল দিল্লি

ফাইল ছবি

২০০০ সালের গোড়ার দিকে ভারতে অবৈধ বাংলাদেশিদের খুঁজতে একটি সেল গঠন করেছিল তৎকালীন পুলিশ কমিশনার। তবে মাঝখানে সেলটি নিষ্ক্রিয় হয়ে যায়। সম্প্রতি সেদেশে বাংলাদেশিদের আনা-গোনা বাড়ায় ২৪ বছর পরে দিল্লি পুলিশে আবারও ফিরিয়ে আনল ‘বাংলাদেশ সেল’ নামের ওই সেলটি।

দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের খুঁজতে কাজ করবে এই সেল। ভারতের প্রায় সব রাজ্য ও কেন্দ্রেীয় পুলিশের গোয়েন্দা বিভাগে এই ‘বাংলাদেশ সেল’ রাখার কথা ভাবছে দিল্লি পুলিশ। ৫-১০ সদস‍্যের প্রত‍্যেকটি দলে থাকবেন বাংলা ভাষা জানা পুলিশ কর্মী। নেতৃত্ব দেবেন একজন ইনস্পেক্টর বা এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, ২০০০ সালের গোড়ার দিকে অবৈধ বাংলাদেশিদের খুঁজতে তৎকালীন পুলিশ কমিশনার এমনই কিছু বাংলাদেশ সেল তৈরি করেছিল। দিনে দিনে তা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই সব সেলকে ফের সক্রিয় করা হচ্ছে।

সূত্র: নিউজ ১৮ বাংলা

আরবি/এইচএম

Link copied!