বাংলাদেশ ব্যাংকের অত্যান্ত সংবেদনশীল দুই বিভাগ থেকে সরানো হয়েছে ডেপুটি গভর্নর (ডিজি) নুরুন্নাহারকে। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চারজন ডিজির মধ্যে সরকার বদলের পরে বিক্ষোভের মুখে দুজন পদত্যাগ করেন। বাকি দুজনের মধ্যে একজন নুরুন্নাহারকে বহাল রেখে তার দায়িত্বে পরিবর্ত এনেছে বাংলাদেশ ব্যাংক।
দায়িত্ব পুনর্বণ্টনের পর ১৩টি বিভাগরে দায়িত্ব পেয়েছেন তিনি। গত ২৮ নভেম্বর এই আদেশ জারি করে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ, রোববার (১ ডিসেম্বর) থেকে কার্যকর করেছে বলে জানা গেছে।
ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবি করলেও তিনি বহাল আছেন।
এর আগে গত ২৩ নভেম্বর গভর্নরের কার্যালয়ের সামনে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর-নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :