অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ২০ থেকে ৩০টা নিত্য পণ্যের দাম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এতে করে পণ্যের সঠিক দাম জনগণ জানতে পারবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিআইবি আয়েজিত অভুত্থ্যান পরবর্তী বাংলাদেশের মানুষ কী ভাবছে শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের সকল বিষয়ে সরকারের নজরদারি আছে তবে ১৫ বছরের ভঙ্গুর একটা সিস্টেম থেকে জনগণের বড় প্রত্যাশাগুলো পরিপূরণ করা কঠিন হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের বাড়তি দাম কমাতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রব্যমূল্যের দাম দৃশ্যমানভাবে কিছুটা কমছে। সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রতিদিন ২০ থেকে ৩০টা পণ্যের দাম ইউনূসের সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হবে যেনো পণ্যের সঠিক দাম জনগণ জানতে পারে।
বৈঠকে অভুত্থ্যান পরবর্তী সমাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সকল বিষয়ে নানা সমস্যা তার সমাধাম কি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। বাজারে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন আসতেই প্রেস সচিব বলেন, সাপ্লাই ও ডিমান্ডের মিসম্যাচের কারণে সিন্ডিকেটে টার্ম ব্যবহার করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :