ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০১:৩৪ পিএম

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব

ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবার সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা সবচেয়ে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।  ১৩ তারিখে দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তা থাকবে। এরপরও সারাদেশে নিরাপত্তা থাকবে।

তিনি বলেন, ‘যেখানে যতটা দরকার, সেই পরিমাণ সশস্ত্র বাহিনী দেয়া হয়েছে। সরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেভাবেই কাজ চলছে।’

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমাদের।  ৩৬৫ দিনই দেশের মানুষ নিরাপদে থাকবে। মাঝে মাঝে যা ঘটে তা বিচ্ছিন্ন ঘটনা।’ 

আরবি/জেআই

Link copied!