পবিত্র মাহে রমজান উপলক্ষে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভোজ্যতেলের ওপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলসহ সব ভোজ্যতেলের ওপর আগামী ৩১ মার্চ পর্যন্ত শুল্ক ও ভ্যাট মওকুফ থাকবে।
এর ফলে সানফ্লাওয়ার তেল এবং ক্যানোলা তেলের আমদানি ব্যয় লিটার প্রতি ৪০-৫০ টাকা কমবে। এবং এই অব্যাহতি দ্বারা সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা যাবে, এমন আশা এনবিআরের।
তাছাড়া, সয়াবিন ও পাম তেলের ওপরও একইভাবে শুল্ক ও ভ্যাট কমানো হয়েছে, যা রমজান মাসে বাজারে সরবরাহ নিশ্চিত করবে।
আপনার মতামত লিখুন :