প্রবাসী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংশ্লিষ্ট দেশে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নেই নিদিষ্ট কোনো গাইডলাইন। ফলে কেবল নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের আলোকেই চলে এ কার্যক্রম।
যারফলে, লাখ-লাখ প্রবাসী এনআইডি সংশোধনসহ সেবা গ্রহণে পড়ছেন ভোগান্তিতে। তাই সেবা কার্যক্রমকে ত্বরান্বিত এবার গাইডলাইন করার কথা ভাবছে সংস্থাটি।
ইসি কর্মকর্তা সূত্রে জানা যায়, বর্তমানে ৭ টি দেশের প্রবাসীদের সংশ্লিষ্ট দেশেই এনআইডি সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশি নাগরিকদের আধিক্য রয়েছে এমন মোট ৪০টি দেশে কার্যক্রমটির বিস্তার করার পরিকল্পনা করা হচ্ছে। তবে কোনো গাইডলাইন না থাকায় সেবা কার্যক্রমের সুবিধা পাচ্ছেন না প্রবাসীরা।
সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকেও কর্মকর্তারা কমিশনের কাছে পৃথক গাইডলাইনের গুরুত্ব তুলে ধরেন। কর্মকর্তারা এতে বিদেশে দূতাবাসগুলোতে এনআইডির জন্য লোকবল নিয়োগ, সেবা চার্জ নির্ধারণের প্রস্তাব করেন।
গাইডলাইনের বিষয়ে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর গণমাধ্যমকে জানান, প্রবাসীদের ব্যাপারটা একটু আলাদা। এজন্য আমার মনে হয় এটা বিবেচনা করার দাবি রাখে। কি হবে সেটা নির্ভর করবে সেবাগ্রহীতাদের চাহিদাটা কি রকম তার ওপর এবং সমস্যাগুলো কোথায় সেগুলো অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করে কমিশনের সিদ্ধান্তসহ সবকিছু মিলিয়ে এটা করা হবে।
তথ্যমতে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনও হয়েছে। পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :