ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঈদে ছুটি ৫ দিন, পূজায় ৩ দিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৬:২৩ পিএম

ঈদে ছুটি ৫ দিন, পূজায় ৩ দিন

ছবি সংগৃহীত

ঢাকা: মুসলিমদের প্রধান দুটি উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করতে যাচ্ছে সরকার। একইসাথে, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি ৩ দিন করা হতে পারে। প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের যে সভা হবে। সেখানে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের তোলা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

একইসাথে, প্রত্যাগত অভিবাসী নীতিমালা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের টেবিলে উত্থাপন হতে পারে বলে জানাগেছে।

তথ্যমতে, রোজার ঈদ ও কোরবানি ঈদের ছুটি ৫ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং ঈদের আগে পরে দুদিন করে এই ছুটি নির্ধারণের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্গাপূজার ছুটি ১ দিন থেকে বাড়িয়ে ৩ দিন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন করে বাড়িয়ে আসছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পরে গুঞ্জন উঠলেও আর আলোর মুখ দেখেনি। ফলে এখন ঈদে তিন দিন এবং পূজায় একদিন সাধারণ ছুটি থাকে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব রেখে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

আরবি/এস

Link copied!