ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিদ্যুৎ ও গ্যাসের দাম আর সরকার নির্ধারণ করবে না: জ্বালানি উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০২:২৫ পিএম

বিদ্যুৎ ও গ্যাসের দাম আর সরকার নির্ধারণ করবে না: জ্বালানি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

এখন থেকে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র মাধ্যমে। রোববার (২০ অক্টোবর) দুপুরে ফরেন চেম্বার আয়োজিত সভায় এই তথ্য জানিয়েছেন ।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চক্র ভেঙে দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

উপদেষ্টা জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে। তিনি বলেন, সরকার ক্ষমতা নেয়, কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।

এ সময় তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার কোনো ঋণ নেই। কিন্তু সরকারের এই দফতরের দায়িত্ব নেয়ার পর থেকেই আমার কাছে অনেকেই টাকা পায়। সীমান্ত দিয়ে যারা আমাদের বিদ্যুৎ দিচ্ছেন তারা ডলার পান।

আরবি/এফআই

Link copied!