সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনা নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুর ৩টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করতে দেখা যায়।
পরে বৈঠক শেষে প্রণয় ভার্মা জানান, সীমান্তে অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের জন্য দুই দেশের মধ্যে বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে চোরাচালান এবং অপরাধ দমন সম্পর্কিত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অপরাধ কমাতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেড়া নির্মাণেও দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে।
আপনার মতামত লিখুন :