ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের সহায়তায় সমন্বয় সেল গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১২:০৬ পিএম

বন্যার্তদের সহায়তায় সমন্বয় সেল গঠন

ছবি: সংগৃহীত

ঢাকা: ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তায় সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সমন্বয় সেলটির তিনটি শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদকে এই সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্যোগকালীন যেকোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্টজনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

আরবি/জেআই

Link copied!