থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ফানুস ওড়ানো ও আতশবাজি বা পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপির নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, বড়দিন উদযাপন উপলক্ষে এবছর প্রতিটি চার্চে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি চার্চে আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশী করা হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকবে। কোনো প্রকার ব্যাগ নিয়ে চার্চে প্রবেশ করা যাবে না বলেও জানানো হয়।
এতে আরও জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়ানো হবে। কোনো উন্মুক্ত স্থানে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এদিন আইডি কার্ড ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও সভায় জানানো হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং ৩১ ডিসেম্বর সারাদেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে। এই দুটি উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :