ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:৩২ পিএম

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর বনশ্রীর সি ব্লকের ৪ নম্বর রোডে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে যানজটের কারণে তাদের কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া শাখা।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৪৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। সরেজমিনে দেখা গেছে, ১৬ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন লেগেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ভবনের প্রতিটি তলায় অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আরও অপেক্ষা করতে হবে।

আরবি/ এইচএম

Link copied!