ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

স্মরণকালের ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৪:২৮ পিএম

স্মরণকালের ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৩১

ছবি: সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা

তিনি আরও জানান, ভয়াবহ এই বন্যায় নিহত ৩১ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়। সেখানে মৃতের সংখ্যা ১২ জন। দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালীতে ৬ জন, চট্রগ্রামে ৫, কক্সবাজার জেলায় ৩ এবং ফেনীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজার জেলায় দু’জন নিখোঁজ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি। ৭৩ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫২৮টি।

বন্যাদুর্গত এলাকায় সরকারি-বেসরকারি’সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়।

আরবি/জেআই

Link copied!