নতুন বছরের শুরুতেই সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। বৃষ্টির মতো ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন।
শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকেই রাজধানীসহ সারাদেশ ঢেকে গেছে ঘন কুয়াশায়। এতে করে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সেটি পঞ্চগড়ে। এর আগের দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। আর এ কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আগামী কয়েক দিন বহাল থাকতে পারে। এছাড়া বিরতি দিয়ে জানুয়ারির মধ্যভাগ থেকে শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। আর এই তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
দেখা গেছে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ প্রতিদিনই নামছে। যানবাহনগুলো দিনের বেলাতেও আলো জ্বালিয়ে চলছে। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে জবুথবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।
তবে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও ভবঘুরেরা। যদিও তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরেই কাজ নেমেছেন তারা। সবমিলিয়ে হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
আপনার মতামত লিখুন :