ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রমজানে খাদ্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০২:২৭ পিএম

রমজানে খাদ্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে সব পণ্যেরই প্রয়োজনীয় মজুদ আছে, তাই রমজান মাসে খাদ্য পণ্যের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে ঢাকা সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাঙ্গে একথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা জানান, রমজানকেন্দ্রিক বাজার নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যে বাজারের অস্থিরতা কেটে যাবে।

তিনি আরো জানান, তুরস্ক বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী।

চালের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যেগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানিকে উদার করা হয়েছে। শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আমদানি শুরু হলেই যদি কেউ অনায্যভাবে মজুদ করে থাকে তাহলে তারাও ছাড়তে বাধ্য হবে। বাজারেও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

এ সময়ের মধ্যেইতো অসাধু ব্যবসায়ীরা শত শত কোটি টাকা হাতিয়ে নেবে এমন প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, ‍‍`আমার কাছে মনে হচ্ছে বিষয়টি সাময়ীক। কোনো আলাদিনের চেরাগ নেই যে, আপনি সুইচ দিলেন আর কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে।‍‍`

আরবি/এস

Link copied!