ঢাকা: চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে ও সদস্য সচিব করা হয়েছে আরিফ সোহেলকে। মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন তারা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার’ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েতে সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :