ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, কর কমিশনারকে সভাপতি ও সৈয়দ মহিদুল হাসান, অতিরিক্ত কর কমিশনারকে মহাসচিব নির্বাচিত করে গত সোমবার সাবেক জাতীয় রাজস্ব ভবনে অবস্থিত বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের সভাকক্ষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র-জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশে ছাত্র জনতার সরকার গঠিত হয়। এই প্রেক্ষিতে বিভিন্ন পেশাজীবী ও সার্ভিস এসোসিয়েশনের পুরাতন নির্বাহী কমিটি বিলুপ্ত করে বৈষম্যহীন সার্ভিস এসোসিয়েশন বিনির্মানের লক্ষ্যে সার্ভিস এ্যাসোসিয়েশনসমূহ পুনর্গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য আজ বিকেলে সেগুনবাগিচায় রাজস্ব ভবনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে পুরাতন নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন-সহসভাপতি-মো. শামীমুর রহমান (কর কমিশনার), ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, (কর কমিশনার), যুগ্ম-মহাসচিব-মোহাম্মদ আবদুর রকিব (কর কমিশনার) মুহাম্মদ মুঈনুল ইসলাম (অতিরিক্ত কর কমিশনার), মো. মোসাদ্দেক হুসেন (অতিরিক্ত কর কমিশনার), কোষাধ্যক্ষ-মো. মাহমুদুল হাসান ভূইয়া (অতিরিক্ত কর কমিশনার), দপ্তর সম্পাদক -মো. আবু মুসা (যুগ্ম কর কমিশনার), প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাজমা পারভিন (উপকর কমিশনার), গবেষণা সম্পাদক- মো. মহিদুল ইসলাম চৌধুরী (যুগ্ম কর কমিশনার), সমাজ কল্যাণ সম্পাদক- আলাউদ্দীন আহম্মেদ (যুগ্ম কর কমিশনার), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-ইরিন ইসলাম জুলি (অতিরিক্ত কর কমিশনার), সাংষ্কৃতিক সম্পাদক- রইসুন নেসা (উপকর কমিশনার), ক্রীড়া সম্পাদক-মো. ফারজানুল ইসলাম (যুগ্ম কর কমিশনার) সহ-দপ্তর সম্পাদক-কাজী রুকাইয়া সুলতানা (উপকর কমিশনার), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. ফিরোজ কবির (উপকর কমিশনার), সহ-গবেষণা সম্পাদক- মো. ফারুক হোসেন ( উপকর কমিশনার), সহ-সমাজ কল্যাণ সম্পাদক- মো. আব্দুল্লাহ ইউসুফ (উপকর কমিশনার), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক- ফারহানা উম্মে হাবিবা (উপকর কমিশনার), সহ-সাংষ্কৃতিক সম্পাদক- এনামুল ইসলাম (উপকর কমিশনার), সহ-ক্রীড়া সম্পাদক- মো. জিল্লুর রহমান (উপকর কমিশনার)। নির্বাহী সদস্যরা হলেন-মোহাম্মদ মোস্তফা (কর কমিশনার), রাসেল চাকমা (কর কমিশনার), আহসান হাবিব (কর কমিশনার), মো. শাহ আলী (কর কমিশনার), মো. মোস্তাফিজুর রহমান (কর কমিশনার), মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত কর কমিশনার), মো. মাসুদুর রহমান মাসুদ (অতিরিক্ত কর কমিশনার), মো. নজরুল আলম চৌধুরী (অতিরিক্ত কর কমিশনার), মো. মাসুদ রানা (অতিরিক্ত কর কমিশনার), মো. মনিরুজ্জামান (অতিরিক্ত কর কমিশনার), মোহা. আব্দুস সালাম (অতিরিক্ত কর কমিশনার), মো. মনিরুজ্জামান (অতিরিক্ত কর কমিশনার), মো. জাফর ইমাম (অতিরিক্ত কর কমিশনার), মোহাম্মদ তারিক ইকবাল (অতিরিক্ত কর কমিশনার), মো. আব্দুল মালেক (অতিরিক্ত কর কমিশনার), মোছা. ফাতেমা খাতুন (যুগ্ম কর কমিশনার), সরদার মো. আবু হেলাল (যুগ্ম কর কমিশনার), দীপক কুমার পাল (যুগ্ম কর কমিশনার), মুসতবা ইশতিয়াক আহমদ (যুগ্ম কর কমিশনার), মাফরোজ সুলতানা ইমা (উপকর কমিশনার), উজ্জ্বল কুমার সরদার (উপকর কমিশনার), মো. আইয়ুব আলী (উপকর কমিশনার), তানজিনা রহমান (উপকর কমিশনার), মো. নেফাউল ইসলাম সরকার (উপকর কমিশনার), মো. জোনায়েদ হোসেন (উপকর কমিশনার), তামজিদ ইয়ামিন (সহকারী কর কমিশনার), মো. সাইফুদ্দিন খান (সহকারী কর কমিশনার)।
আপনার মতামত লিখুন :