ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০৩:৪৯ পিএম

সাবেক আইজিপি আজিজুল হক আর নেই

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ উপদেষ্টা ছিলেন তিনি। আর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

আজিজুল হকের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এছাড়া, এম. আজিজুল হকের এক ছেলে হাসিব আজিজ বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরবি/জেআই

Link copied!