ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সিইসি পদে আলোচনায় ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. জকরিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৩:০৮ পিএম

সিইসি পদে আলোচনায় ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. জকরিয়া

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ অংশীজনরা। এর মধ্য থেকে যোগ্যতা-অযোগ্যতা বিচেনায় দশজনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। ৫ সদস্যের ইসি গঠনে তিন শতাধিক ব্যক্তির নাম প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে অধিকাংশ দলের পক্ষ থেকে সাবেক আমলা, সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক নির্বাচন কমিশনার, সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারক, শিক্ষক, সিনিয়র সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নারী প্রতিনিধির নাম প্রস্তাব করা হয়েছে।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম। তবে নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের নাম জানতে আরও অপেক্ষা করতে হবে দেশবাসীকে। নতুন ইসি নিয়োগে সার্চ কমিটির কাছে ইতোমধ্যে ৫ শতাধিক নাম এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এসব নামের তালিকা তৈরি করছে। দু-এক দিনের মধ্যে তালিকা প্রস্তুত হবে; সে তালিকা নিয়ে বৈঠক করবে সার্চ কমিটি। এরপর ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সূত্র জানিয়েছেন, বিএনপিসহ ১৭টি দল ও জোট, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই নাম জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। আইন অনুযায়ী ২১ নভেম্বরের মধ্যে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে।

এদিকে, সিইসি ও চার নির্বাচন কমিশনার হিসেবে যাঁদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়ার নাম বেশ আলোচনায় রয়েছে। যেসব রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে তাদের মধ্যে বেশ কয়েকটি দলের নামের তালিকায় ও দুটি পেশাজীবী সংগঠনের তালিকায়ও সাবেক এই সচিবের নাম পাওয়া গেছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে।

এছাড়া, প্রশাসনের মধ্যেও তার সুনাম ও প্রভাব রয়েছে। তিনি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব হিসেবে বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন, এ কারণে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার কাজ করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি নভেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। আইন অনুযায়ী সার্চ কমিটি দায়িত্ব পাওয়ার ১৫ কার্যদিবস তথা ২১ নভেম্বরের মধ্যে নতুন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।

আরবি/ এইচএম

Link copied!