ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১১:১২ এএম

আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ বুধবার (১৫ জানুয়ারি) সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন।

চার কমিশন হলো-

১। সংবিধান।

২। নির্বাচন ব্যবস্থা।

৩। দুর্নীতি দমন কমিশন।

৪। পুলিশ সংস্কার কমিশন।

আরও পড়ুন: বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর বিকেলে সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: জাতীয় সংসদে আসছে নতুন চমক

এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই এ আলোচনা শুরু হতে পারে। সংস্কার প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
 

আরবি/জেআই

Link copied!