ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ কারিমুলের জানাযা সম্পন্ন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৭:০২ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ কারিমুলের জানাযা সম্পন্ন

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন হবিগঞ্জ জেলার লাখাই গ্রামের মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে কারিমুল ইসলাম (২২)। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে সোমবার ভোর আনুমানিক পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ কারিমুলের জানাযা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জানাযা শেষে কারিমুলের লাশ দাফনের জন্য গ্রামে নিয়ে যায় তার স্বজনরা।

শহীদ কারিমুল ইসলামের, ভাই মোহাম্মদ সুলতান বলেন, আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তিনি বিয়ে করেছিলেন একবছর আগে। উনার স্ত্রী অন্তঃসত্ত্বা। সুলতান সরকারকে আহ্বান জানান তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

একই গ্রামে বাসিন্দা ছিলেন মো. হাফিজুল ও শহীদ কারিমুল ইসলাম। হাফিজুল জানান, শহীদ কারিমুল যাত্রাবাড়ী এলাকায় লেবুর আড়তে লেবার ছিল। ৫ আগস্ট আন্দোলনে তার হাতে, বুকে এবং গলায় তিনটি গুলি লাগে। তারপর শিক্ষার্থীরাই তাকে মেডিকেল পাঠায়। খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেলে আসি। আজ ভোর পাঁচটায় তিনি ইন্তেকাল করেন।

 

আরবি/এস

Link copied!