ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৪ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
আজাদ মজুমদার বলেন, ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে আইনি প্রক্রিয়াই সমাধান চায় অন্তর্বর্তী সরকার।
সম্প্রতি হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া ওই আদেশের বিরুদ্ধে আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশা চালকরা।
প্রেসক্লাবে অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত, ডিএমপির সঙ্গে বৈঠক সোমবার প্রেসক্লাবে অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত, ডিএমপির সঙ্গে বৈঠক সোমবার রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরেই নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চালকরা। এরমধ্যে সড়ক ও রেলপথেও অবরোধ করেছেন তারা। আর এসব কর্মসূচির সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে রিকশা চালকরা।
১২ দফা দাবি রোববারও রাজধানীর প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও কামরাঙ্গির চর এলাকায় শত শত রিকশা চালক সড়ক অবরোধ করে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তৈরি হয় যানজট।
পরে প্রশাসনের সঙ্গে বৈঠকের আশ্বাসে দিনের কর্মসূচি স্থগিত করা হয়। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের।
আপনার মতামত লিখুন :