বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

বিদ্যুৎতের দাম বাড়ানোর জন্য চাপের মুখে সরকার: ফাওজুল কবির

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৭:৪৩ পিএম

বিদ্যুৎতের দাম বাড়ানোর জন্য চাপের মুখে সরকার: ফাওজুল কবির

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য কঠোর চাপের মুখে রয়েছে সরকার। ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে? কত দিন দাম না বাড়িয়ে থাকতে পারব বলতে পারছি না।’

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় ফাওজুল কবির আরও বলেন, ‘প্রতিদিন আমার দিন শরুই হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। কারণ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সব সময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।’

উপদেষ্টা বলেন, আমি মনে করি গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা দরকার।

সেমিনারে একই দাবি জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেছেন, ‘ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানিখাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর আগে অপচয় এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

এবার জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।’ এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই বলেও জানান তিনি।  গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এ খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।’

আরবি/জেআই

Link copied!