ঢাকা: ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে আগামী ৩০ অক্টোবর (বুধবার)। ওইদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে বলে জানা গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো একটু বিবেচনা করা হচ্ছে। তাই এখনো আমরা চূড়ান্তভাবে বলতে পারবো না। আমরা যতটুকু জেনেছি, বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে, আরও কমানোর চেষ্টা করছি।
উপদেষ্টা বলেন, এ মাসের ৩০ তারিখে আমরা প্যাকেজ ঘোষণা করতে পারবো। হজ প্যাকেজে কত কমছে, এটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরবের খবরটা (খরচের হিসাব) এখনো আমাদের কাছে আসেনি বলেন জানান তিনি।
অন্যান্য বছরের মত এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :