অনিয়ম, দুর্নীতি, ঘুষ, অর্থ লুটপাটসহ একজন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়া, সন্ত্রাসী দিয়ে পিটিয়ে দুই-পা ভেঙ্গে দিয়ে হত্যাচেষ্টার বিচারের দাবিতে মোল্লা নজরুলসহ গাজীপুরের সাবেক তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
অভিযুক্ত অন্য দু`জন পুলিশ কর্মকর্তা হলেন, জিএমপির সাবেক কমিশনার মো. দেলোয়ার হোসেন ও সি ডি বি জাহিদুল ইসলাম।
মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্ণর সৈয়দ আজমুল হকের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে করে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, কমিশনের ঢাকা মহানগর দক্ষিণের সবেক সহ-সভাপতি সৈয়দ রিয়াজুল করিম মনিরুল ইসলাম মনির, ঢালী মো. সুমন মাস্টার, রাজু আহমেদ রাজ, শামীম শেখ, সৈয়দ আনিসুর রহমান টিটুসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :