নতুন বছরের শুরুতেই সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। বৃষ্টির মতো ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন।
আর এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। নতুন বছরের প্রথম দিন উদ্বোধনের পর কাঙ্ক্ষিত ক্রেতা-দর্শনার্থী না থাকলেও শুক্রবার সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। কিন্ত তীব্র শীতের কারণে সারাদেশের মতো দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়েছে বাণিজ্য মেলাতেও।
এদিন মেলা ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসেছে ঠিকই। কিন্তু নেই কোন ক্রেতা বা দর্শনার্থী। আর ছুটির দিনে এমন পরিস্থিতিতে হতাশ তারা।
মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল দেওয়া বিক্রয়কর্মীরা বলছেন, তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে মেলায় ক্রেতা বা দর্শনার্থীদের সংখ্যা কম। তবে বেলা গড়ানোর সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলেও প্রত্যাশা তাদের।
কয়েকজন বিক্রয় কর্মী বলেন, দিনের শুরুতে তেমন বেচাবিক্রি থাকে না। বেলা বাড়ার সাথে সাথে একটু আধটু শুরু হয়। তবে অন্যান্যবারের মতো প্রত্যাশা ছিল সপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম বাড়বে। প্রতিবার এই ছুটির দিনে ব্যবসা ভালো হয়। কিন্তু এবার তা শীতের কারণে হোঁচট খাচ্ছে। বাইরে বাতাসের কারণে কেউ কেউ প্যাভিলিয়ন ও স্টলে ঢুকে বের হতে চাচ্ছেন না।
আপনার মতামত লিখুন :