নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন।
সাক্ষাৎকালে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতা যাতে হস্তক্ষেপের শিকার না হয়, সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আপনার মতামত লিখুন :