শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নিশ্চিত করল দিল্লি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০৯:২১ পিএম

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নিশ্চিত করল দিল্লি

ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী ৯ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিক্রম মিশ্রির ঢাকা সফরের বিষয়ে কথা বলেন রণধীর জসওয়াল। তিনি বলেন, ‘ভারতীয় পররাষ্ট্র সচিবের মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মিশ্রির।’

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে ভারত। তবে গত চার মাসে দু-দেশের মধ্যে তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্কের দৃশ্যমান অবনতি ঘটেছে। সংখ্যালঘুদের কথিত নিরাপত্তা ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও দেখা দিয়েছে টানাপোড়েন।

এর মধ্যে গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারতীয় হাইকমিশনারকে ডেকে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা।

এর আগে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে।

দ্য স্টেটসম্যান জানিয়েছে, এবারের এই বৈঠকে ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা, ভিসা ব্যবস্থার সহজীকরণ, সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করা হবে বলে জানা গেছে।

আরবি/ এইচএম

Link copied!