ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সরকারি কর্মচারীদের ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:০৭ পিএম

সরকারি কর্মচারীদের ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

ছবি: সংগৃহীত

ঢাকা: সব সরকারি কর্মচারীদেরকে আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলে নির্ধারিত ফরম তৈরি করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই ফর্ম ও প্রক্রিয়া চূড়ান্ত হবে। এবিষয়ে দুদকের সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বেতন পান এমন প্রত্যেককে এই হিসাব দিতে হবে। না দিলে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আরবি/জেআই

Link copied!