ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নতুন ভোটারদের তথ্য ৩ দিনের মধ্যে সার্ভারে আপলোডের নির্দেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১০:২২ এএম

নতুন ভোটারদের তথ্য ৩ দিনের মধ্যে সার্ভারে আপলোডের নির্দেশ

ছবি: সংগৃহীত

নতুন ভোটারদের আঙুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার তিনদিনের মধ্যে সার্ভারে তথ্য আপলোড করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২ অক্টোবরে সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভোটারের বায়োমেট্রিক নেওয়ার ৩ দিনের মধ্যে ভোটারের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে।

একজন ভোটারের কত তারিখে বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে তার রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখতে পারেন এবং এর লগ সিস্টেমে থেকে যাচ্ছে। সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।

আরবি/এফআই

Link copied!