অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার মতে, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক অস্থিরতা দূর হবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীতে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে কেউ সেখানে বিনিয়োগ করতে আসতে চান না। এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ আসবে এবং তখন আস্থা ফিরে আসবে।”
এছাড়া, তিনি প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সব দলের বিশ্বব্যাপী শাখা রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে দলগুলো একে অপরকে শত্রু মনে করে, প্রবাসীরা যারা এই দলগুলোর সাথে যুক্ত, তাদেরও একইভাবে শত্রু ভাবাপন্ন হতে হয়। এই ধরনের দ্বন্দ্ব আমাদের জন্য বিরাট ক্ষতির কারণ হচ্ছে, বিশেষ করে দেশের ইমেজ ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে।”
এসময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :