বিশ্ব সম্প্রদায় ধর্মীয় মত প্রকাশের কারণে নিপীড়নের শিকার ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ এদিন ২২ আগস্টকে ধর্ম বা বিশ্বাসের কারণে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ করার আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দিবসটি পালন করার আহ্বান জানিয়েছেন। বুধবার জাতিসংঘ মহাসচিবের একটি বিবৃতি আসে তার উপ-মুখপাত্র ফারহান হকের মাধ্যমে।
বিবৃতিটি জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউএনআইসি), বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে পাঠানো হয়।
বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমাদের বিশ্বাস, বিভিন্ন ধারণা নিয়ে উন্মুক্ত, গঠনমূলক এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল বিতর্কের পাশাপাশি স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃধর্মীয়, আন্তঃবিশ্বাস ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ ধর্মীয় বিদ্বেষ, উস্কানি এবং সহিংসতা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :